কালের খবরঃ
নাম সর্বস্ব সংগঠনের ব্যানারে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে গোপালগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা শাখা।
আজ বুধবার (৪ নভেম্বর)সকাল ১১টায় সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ওমিও সরকার ও সাধারন সম্পাদক মো. জাকারিয়া ইসলাম ধীরাজ। এ সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি স্বপন সাহা,কোটালীপাড়া উপজেলার সভাপতি পরিমল বাড়ৈ, টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কোটালীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক হীরেন্দ্রনাথ বিশ্বাসসহ সংগঠনের অর্ধশতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে সংগঠনের নামে ফান্ড গঠনের জন্য চাঁদা তোলেন কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি হাসান জামান।বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্তে দোষী প্রমানিত হওয়া তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। পরবর্তীতে হাসান জামান তার বিরুদ্ধে বহিস্কারাদেশ তুলে নেয়ার জন্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজার কাছে সুপারিশ করেন। কিন্তু তিনি বহিস্কারাদেশ তুলে না নেয়ায় ক্ষিপ্ত হয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন কাশিয়ানী উপজেলার শাখার বহিস্কৃত সভাপতি হাসান জামান। এতে কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান রাজার সম্মানহানী হওয়ায় আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে কাশিয়ানী উপজেলার শাখার বহিস্কৃত সভাপতি হাসান জামানকে গ্রেপ্তার করে বিচারের দাবী জানাই।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply