কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট এলাকায় ইস্কনের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করার অভিযোগে ৫৫ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৪০০ জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে কোটালীপাড়া থানায় এ মামলা দায়ের করেন।
কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, গত ২৬ নভেম্বর বিকালে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সড়ক অবরোধ করলে পুলিশ সড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনার ৬ দিন পর কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪’শ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply