কালের খবরঃ
গোপালগঞ্জে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসকে ঢাকাগামী দ্রুত গতির অপর একটি বাসের ধাক্কায় ২জন নিহত হয়েছে।এসময় আহত হয়েছে লোকাল বাসের ১০যাত্রী।আজ সোমবার (২ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্টান্ডে এই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন,যশোরের মনিরামপুর উপজেলায় ভ্যান চালক (ফেরিওয়ালা) মাসুম মিয়া(৪৫)ও গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী(৫৫)।
গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস.আই মোঃ রোমান মোল্লা ঘটানার সত্যতা নিশ্চিত করে, স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুর গামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাড়ানো অবস্থায় ছিল।
এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোহাগ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে দাঁড়িয়ে থাকা সজোরে ধাক্কা দেয়।ফলে বাসটির সামনে দাড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে লোকাল বাসটি রাস্তার খাঁদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ভ্যান চালক(ফেরিওয়ালা) মাসুম মোল্লা ও ইলিয়াস কাজী ঘটনাস্থলে নিহত হয় এবং লোকাল বাসের অন্ততঃ ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘাতক বাসটিকে ওই সড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে হাইওয়ে থানা পুলিশ আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply