কালের খবরঃ
গোপালগঞ্জ শহরে দিনে দুপুরে বাসার দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এসময় বাসার কেউ ছিলনা। পরিবারের লোকজন কর্মস্থলে, কেউ বা স্কুলে ছিল। আর এই সুযোগের সদ্ব্যবহার করে প্রায় সাড়ে ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে একদল চোর।
আজ রবিবার (১ ডিসেম্বর) দিন দুপুরে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকার আনওয়ার হোসেন মজুমদারের বাসায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মীর সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী আনওয়ার হোসেন মজুমদার জানান, আজ রবিবার সকাল ৯টার দিকে ঘরে তালা লাগিয়ে পরিবারের সবাই কর্মস্থলে যান ও ছেলে মেয়েরা স্কুলে যায়। পরে বেলা ১টার দিকে মেয়ে অনিকা তাসনিম আরসি বাসায় এসে দেখে গেটের তালা ও দরজা ভাঙ্গা। পরে ঘরে প্রবেশ করে দেখে আলমারী ও শোকেজ ভেঙ্গে ঘরের সমস্ত স্বর্ণলংকার লুটে নিয়েছে। এর মূল্য প্রায় ১২ লাখ টাকা । স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৮ জোড়া কানের দুল, লকেটসহ ৫টি চেইন, ২টি গলার হার, ৪টি নাক ফুল, ৭টি আংটি ও ২টি চুড়িসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার। ও প্রায় ৪৫ হাজার টাকার মূল্যের ১টি গলার হার, ৩ জোড়া কানের দুল, ১টি চেইন, ১টি নেকলেস, ২টি অংটি, ২টি চুড়ি, ১টি সীতা হার ও ১টি অংকার সেটসহ ২০ ভরি রূপার গহনা লুট করে।
পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মীর সাজেদুর রহমান জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply