কালের খবরঃ
ঢাকার পিলখানায় বিডিয়ার হত্যাকান্ডের পুনঃতদন্ত এবং বিডিয়ার জওয়ানদের চাকরীতে পুর্নবহালের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।চাকুরীচ্যুত বিডিয়ার জওয়ান ও তাদের পরিবারের সদস্যরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
আজ বুধবার(২৭ নভেম্বর)সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে চাকরীচ্যুত বিডিয়ার জওয়ান এবং সে সময়ে নিহতদের পরিবারের লোকজন।
তারা বিভিন্ন দাবী লেখা ব্যানার ও বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয়।এ সময় বক্তব্য রাখেন চাকরীচ্যুত বিডিয়ার জওয়ান অহিদুজ্জামান, নিহতের মেয়ে তানজিমা ইসলাম প্রমূখ।তারা অন্তবর্তী সরকার প্রধানের কাছে বিডিয়ার হত্যাকান্ডের পুনঃতদন্ত এবং বিডিয়ার জওয়ানদের চাকরীতে পুর্নবহালের দাবী জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply