
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস চাপায় মোশারফ হোসেন (৪৫) নামে প্রাণ কোম্পানীর এক মার্কেটিং অফিসার নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২১নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বনফুল পরিবহনের যাত্রীবাহী বাস থেকে নেমে মহাসড়ক পাড় হচ্ছিলেন মোশারফ হোসেন। এসময় দ্রুতগামী অপর একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশ শনাক্তের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।নিহত মোরাশফ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাইটকুমরা গ্রামের বাসিন্দা ও প্রাণ কোম্পানীর মার্কেটিং অফিসার ছিল।
Design & Developed By: JM IT SOLUTION