
কালের খবরঃ
গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) উদ্ভাবিত ব্রি ধান-১০৩ এর ফসল কর্তণ উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামের কৃষক এসএম লিয়াকত শেখের জমিতে উৎপাদিত ব্রি ধান-১০৩ এর ফসল কর্তণ করে মাঠ দিবস করা হয়।ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।

ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো: রোমেল বিশ্বাসের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষক মোঃ লিয়াকত হোসেন, বোড়াশী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বিনোদিনী সিকদার, কৃষক ফিরোজ আলী শেখ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।মাঠ দিবসে ওই ইউনিয়নের ১শ’ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।গোপালগঞ্জে ব্রি ধান১০৩ হেক্টরে ৬.২৫ টন ফলন দিয়েছে বলে মাঠ দিবস থেকে জানানো হয় ।
Design & Developed By: JM IT SOLUTION