কালের খবরঃ
ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন।দলের দুর্দিনে অনেক নেতা কর্মী দলের পরিচয় দেয়নি, অথচ দলের সুদিনে দলের সামান্য পদ নেয়ার জন্য নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। শহীদ জিয়াউর রহমান যে দল সৃষ্টি করেছেন সেই দলে কোন মোনাফেক, কোন বেঈমান স্থান পাবে না। দলের ত্যাগীরা আগামী দিনে বিএনপির নেতৃত্বে থাকবে। যারা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনভোগ করেও দলের সাথে থেকেছেন। তাদেরকেই দল মূল্যায়ন করবে।
তিনি আরো বলেন, বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকারের সাথে লিয়াজো করে সুখে শান্তিতে কাটিয়েছে তাদের এ দলে কোন স্থান নেই। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আমাদের জিততে হবে। অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের প্রেত্মাতারা এখনো রয়ে গেছে। তাদের প্রতিহত করে এগিয়ে যেতে হবে।
সেলিমুজ্জামান আরো বলেন, আগামীতে দেশরত্ন তারেক জিয়া নেতৃত্বে দেশ পরিচালিত হবে। যেখানে কোন শোষণ ও দুর্নীতির স্থান হবে না। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সুখি সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।
আজ শুক্রবার(৮ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জ পৌরপার্কের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি আয়োজিত সমাবেশ ও র্যালীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি‘র আহবায়ক শরীফ রাফিকুজ্জামান।সভায় অন্যান্যের মধ্যে জেলা আহবায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, অ্যাড. কাজী আবুল খায়ের, তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপি‘র সভাপতি শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা,পৌর বিএনপি‘র সভাপতি হাসিবুর রহমান হাসিব প্রমুখ বক্তব্য রাখেন।
এরআগে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মিরা খন্ড খন্ড মিছিল সহকারে পৌরপার্কে উপস্থিত হন। পরে সেখান থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply