কালের খবরঃ
কেক কেটে ও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা,সদর ও টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এসব কর্মসূচীর আয়োজন করে।বুধবার (২৭জুলাই) সকাল ১০ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেত্রীবৃন্দ।
পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাকফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর পর সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনের সামনে কেক কাটেন নেত্রীবৃন্দ।
একে অপরকে কেক খাইয়ে আনন্দ উল্লাস ও সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন ধরনের শ্লোগান দেন নেতা কর্মীরা।
এসব কর্মসূচীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ নূরুল ইসলাম আব্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহসিন উদ্দিন সিকদার, সহসভাপতি মোঃ হেলাল কাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ রুহুল কুদ্দুস শাহীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ দে, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার পাল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তাপস সরোয়ার, ফারুক মোল্লা, শফিকুল ইসলাম বাবু, রবিউল ইসলাম, ও সুজন শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply