কালের খবরঃ
শারদীয়া দূর্গাপূজার পর আজ বুধ ও বৃহস্পতিবার দুই দিন অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের ধন-সম্পদের দেবী লক্ষ্মী পূজা। প্রতি বছরের মত এবছর কোঁজাগোড়ী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবে হিন্দু ধর্মবলম্বীরা। তাই প্রতিমা বিক্রি করতে জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। এসব হাট থেকে প্রতিমাসহ পূজার আনুসঙ্গীক উপকরণ কিনে নিচ্ছেন তারা।
আজ বুধবার দিবাগত রাত পৌনে ৯টায় শুরু হবে দেবী লক্ষ্মী পূজা। আর শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায়। এ উপলক্ষ্যে জেলার হিন্দু ধর্মবলম্বীদের বাড়ীতে বাড়ীতে মন্ডপ তৈরী করে লক্ষ্মী মুর্তি স্থাপন করা হয়ে থাকে।প্রতিবছর আশ্বিন মাসের কোঁজাগোড়ী পূর্ণিমা তিথিতে এই ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা করে থাকেন সনাতনীরা ঢাকা, ঢোল আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে প্রতিটি ঘর। পূজা উপলক্ষ্যে জেলা শহরের খাটরা সার্বজনীন কালী বাড়ী, সাতপাড়, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া , কাশিয়ানী, জলিরপাড়, মুকসুদপুর, টেকেরহাট, বৌলতলী, রাজপাটসহ জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। একটি ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা, মাঝারি আকৃতির ২০০ থেকে ৫০০টাকা আর বড় প্রতিমা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এসব হাটে শুধু প্রতিমাই নয় পাওয়া যাচ্ছে পূজার অন্যসব উপকরনও।সোলা দিয়ে তৈরী ফুল,মালা,কলাগাছের নৌকা, কলাগাছ, নলডুগনি লতা, হলুদগাছ, পদ্ম ফুলসহ বিভিন্ন উপকরন বিক্রি হচ্ছে এ হাটে।
গোপালগঞ্জ শহরের গোহাট সার্বজনীন কালীবাড়ী হাটে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের প্রতিমা শিল্পী দিপক পাল, কমলেশ পাল, তপন পাল ও সদর উপজেলার কার্তিক পাল ও রঞ্জন পাল বলেন, প্রতিমা তৈরীর উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিমা তৈরীর খরচ বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
শহরের সাহাপাড়া রোড়ের বাসিন্দা,কমলেশ সাহা বলেন,সকালে প্রতিমার হাটে এসেছি। প্রতিবছর বাড়ীতে লক্ষী পূজা করে থাকি। এবারও পূজা করার জন্য প্রতিমা কিনেছি। ৩৫০টাক দিয়ে একটা মূর্তি নিয়েছি। গত বছর এধরনের একটা মূর্তি ২৫০টাকায় কিনেছিলাম। এবছর দামটা বেশী মনে হচ্ছে।
প্রতিমা ক্রেতা পপি বালা,প্রত্যাশা মন্ডল, প্রভাস দাস, সজল সাহাসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় প্রতিমা হাটে।তারা বলেন,দেবীর কৃপা, ধন-সম্পদ ও আশির্বাদের আশায় আমরা পূজা করবো। তাই প্রতিমা কিনতে এসেছি। সেই সাথে একই হাটে সকল উপকরন পাওয়া যাওয়ায় আমারা কষ্টের হাত থেকে রেহাই পেয়েছি। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিমাসহ সকল উপকরণের দাম বেশি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply