কালের খবরঃ
২৮ জুলাই, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। উদ্বোধনের আগে অবকাঠামোসহ কাজের সর্বশেষ অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন বিএমইটির মহাপরিচালক মোঃ শহীদুল আলম। তিনি ২৩ জুলাই শনিবার বিকাল সাড়ে ছয়টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মল্লিকের মাঠের পাশে প্রকল্প এলাকায় পৌছান। পরে নবণির্মিত টিটিসির সকল অবকাঠামো ঘুরে দেখেন।
এ সময় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ সাইফুল হক চৌধুরী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী দীপক কুমার শীল, বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শাহনাজ পারভীন, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ একেএম সাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শণ শেষে বিএমইটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শহীদুল আলম বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় রেমিটেন্সের একটি বড় ভূমিকা রয়েছে। যে বাড়ির ছেলে বিদেশে থাকে সে বাড়িটা আর্থিকভাবে উপরে উঠে যায়। যে দেশের মানুষ বেশি বিদেশে থেকে আয় করে তাদের অর্থনীতি তত উপরে উঠে যায়। আজকে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স যাতে বাড়ে তার জন্য মূল কাজ হচ্ছে দক্ষ হয়ে বিদেশ যাওয়া। দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই বাড়ে। নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও প্রশিক্ষণ খুবই দরকার। তাই শেখ হাসিনার সরকার প্রতিটি উপজেলায় একটি বরে টিটিসি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, আগামী ২৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন উপজেলার ২৪টি টিটিসি কেন্দ্র উদ্বোধন করবেন । তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টুঙ্গিপাড়ারটি একটি অন্যন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটিকে ঘিরে এখানকার বেকার যুবকরা চাকরীর সন্ধান পাবে। বিদেশের শ্রম বাজারের সন্ধান পাবে। উন্নত প্রযুক্তি শিখে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।
তিনি আরো বলেন, আগে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক সময় তথ্য বিভ্রাট ঘটতো। সে সুযোগে মধ্যসত্ত্বভোগী বা দালালরা নানা কথা বলে মানুষের সাথে প্রতারণা করতো ও টাকা হাতিয়ে নিতো। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলো বাড়ির কাছে হওয়ায় দেশের যুবক বাড়িতে থেকে এখানে এসে প্রশিক্ষণ নিতে পারবে, তথ্য নিতে পারবে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিজেদের উপযুক্ত করবে।
গোপালগঞ্জ গণপূর্ত বিভাগ সূত্রে জানাগেছে,১ দশমিক ৬১ একর জায়গার উপর টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মল্লিকের মাঠ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মিত হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২২ কোটি ৮২ লক্ষ ৬২ হাজার টাকার (ডিপিডি) ধরা হয়েছিলো। কিন্তু গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে ২০ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার টাকায়। এতে সরকারের ২ কোটি ২৮ লক্ষ ৪২ হাজার টাকা সাশ্রয় হয়েছে। এসব তথ্য জানিয়েছেন গণপূর্ত বিভাগের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান।
প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ সাইফুল হক চৌধুরী বলেন, এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিতে ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, ওয়েলডিং, রেফরিজারেশন এ্যান্ড ইয়ার কন্ডিশনিং, কম্পিউটার ও অটোমোবাইল ট্রেডে বেকার যুবদের প্রশিক্ষণ দেয়া হবে। তিন মাস অন্তর প্রতি ব্যাচে ২৪০ জন করে প্রশিক্ষণ গ্রহন করতে পারেব। এতে বছরে প্রায় ১২শ জনকে প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। এছাড়া ১০ হাজার জনকে ওরিয়েন্টেশন করা যাবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই এখানে কার্যক্রম শুরু হবে।
এরআগে, বিকাল পৌনে ৬ টায় বিএমইটির মহাপরিচালক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply