
কালের খবরঃ
গোপালগঞ্জ জেলার ১ হাজার ২৯৪ মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। জেলার সর্বত্র উৎসব মুখর পরিবেশ রিবাজ করছে। সাজ-সাজ রবে মন্ডপ এলাকায় পূজার আবহ সৃষ্টি হয়েছে।পূজা অর্চনার পাশাপাশি মায়ের কৃপা লাভের আশায় মহাষষ্ঠীতে আজ বুধবার সকালে মন্ডপে-মন্ডপে সমবেত হন পূজারীরা।
মহাষষ্ঠী তিথিতে আজ বুধবার (০৯ অক্টোবর) সকাল ৭ টায় ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পূজা শেষ হয় সকাল ৮ টায়। মন্ত্র উচ্চারণ, শাস্ত্রপাঠ ও ভক্তিগীতির মধ্য দিয়ে পূন্যার্থীরা মায়ের প্রতি পুষ্পাঞ্জলী অর্পণ করেছেন।
শহরের পুরাতন বাজার রোডের বাজার যুব সংঘ সর্বজনীন পূজা মন্ডপে পুরোহিত প্রকাশ চক্রবর্তীর পৌরহিত্যে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা পূজা।
৫ দিনের এ উৎস শেষ হবে আগামী ১৩ অক্টোবর রবিবার।বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
Design & Developed By: JM IT SOLUTION