কালের খবরঃ
গোপালগঞ্জে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার(১৬ সেপ্টেম্বর)দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গোলাম কবীরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোঃ হাফিজুর রহমান, সদর মডেল মসজিদের ইমাম মাওলানা আবু ওবায়দা,ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আশরাফুল হক, সাংবাদিক এসএম হুমায়ুন কবীর প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা হযরত মোহাম্মদ(সাঃ)এর জীবনী নিয়ে আলোচনা করেন এবং তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে পরিচালিত করার উপর জোর দেন।পরে দোয়া পরিচালনা ও মোনাজাত করেন কোর্ট মসজিদের ইমাম মাওঃ মোঃ হাফিজুর রহমান।অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন মসজিদ ও এতিমখানার অর্ধশতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION