কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া। মেসি-ডি মারিয়াদের এটি ইতিহাস গড়ে টানা দ্বিতীয় কোপা শিরোপার হাতছানি। এদিকে ২৩ বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ হামেস রদ্রিগেজদের। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। ০-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে গেছে ম্যাচটা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে লুইস দিয়াজের দূরপাল্লার শট ঠেকান এমিলিয়ানো মার্তিনেজ। মিনিট দুয়েক পর হামেস রদ্রিগেজের শুরু করে দেওয়া এক আক্রমণে জন করদোবা একটা সুযোগ পেয়েছিলেন। তবে বল আয়ত্বে নেওয়ার আগে তার নেওয়া শট লক্ষ্যে থাকেনি শেষমেশ, পোস্টের বাইরের দিকটা ছুঁয়ে চলে যায় বাইরে।
এদিকে ১৩ মিনিটে ম্যাচের প্রথম কর্নার যায় কলম্বিয়ার পক্ষে। হামেসের কর্নার থেকে কুয়েস্তার হেডার ঠেকান এমি।
প্রথমার্ধে মেসিও ছিলেন বড় বিবর্ণ। তার বাড়ানো তিন লং বলের তিনটিই উদ্দেশ্য পূরণ করতে পারেনি কেউ। আর্জেন্টিনা বলার মতো সুযোগ পায় ম্যাচের ২০ মিনিটে। দারুণ এক আক্রমণ শেষে আনহেল ডি মারিয়ার বাড়ানো বল খুঁজে পায় বক্সের ভেতরে থাকা মেসিকে। তার শট একাধিক ডিফেন্ডারের গায়ে লেগে শেষমেশ চলে যায় কলম্বিয়া গোলরক্ষক কামিলো ভারগাসের হাতে।
ম্যাচের ৩৩ মিনিটে এবার জেফারসন লারমার দূরপাল্লার শট ঠেকান এমি। পাল্টা আক্রমণে ম্যাচের ৩৬ মিনিটে বল নিয়ে লিওনেল মেসি ঢুকে পড়েছিলেন কলম্বিয়া বক্সে। সেখানে সান্তিয়াগো আরিয়াসের বুট লাগে তার ডান পায়ের গোড়ালির একটু ওপরে। এতে বেশ কিছুক্ষণ মাঠের বাইরে থাকতে হয় তাকে।
Design & Developed By: JM IT SOLUTION