কোটালীপাড়া ও রাজৈর প্রতিনিধিঃ
‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি ‘ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার শিক্ষার্থীর হাতে বৃক্ষের চারা তুলে দেয়া হয়েছে।একটি সামাজিক সংগঠন স্বপ্ন সারথী’র উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়া ও মাদারীপুরের রাজৈর উপজেলার ৬ টি প্রাথমিক ও ২ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৮ হাজার ছাত্র-ছাত্রীর হাতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন সংগঠনের সদস্যরা। সোমবার (৩জুন) ও রবিবার (২জুন) ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীরে মধ্যে এসব বৃক্ষের চারা বিতরণ করা হয়।
কোটালীপাড়া উপজেলার তুলশীবাড়ী-লখন্ডা উচ্চ বিদ্যালয়, তুলশীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভীমচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মাদারীপুরের রাজৈর উপজেলার লখন্ডা উচ্চ বিদ্যালয়, পশ্চিম লখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাউসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে ৬হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় সংগঠনের সদস্য ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়, সরকারি মাদারীপুর কলেজের সহকারি অধ্যাপক তেজময় ওঝা, লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদার, শিক্ষক সুধীর মুখার্জি, শিক্ষক প্রভাষ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
ঊৃক্ষের চারাগাছ পেয়ে খুশি শিক্ষার্থী রজত বিশ্বাস, সুথি অধিকারী, শ্বাশত গাইন, মৃম্ময় ওঝা বলে, গাছ আমাদের পরিবেশের বন্ধু। আমরা এই গাছের চারা রোপন করে পরিচর্যা করবো। গাছ বড় হয়ে আমাদের অক্সিজেন দিয়ে পরিবেশের ভারসম্য রক্ষা করবে। এতে উত্তপ্ত বায়ু শীতল হবে। বৃক্ষ রোপন, পরিচর্যা ও এর গুরুত্ব সম্পর্কে বৃক্ষবিতরণ অনুষ্ঠান থেকে আমাদের আবহিত করা হয়েছে।
একসাথে এত বৃক্ষ বিতরণের এই উদ্যেগকে স্বাগত জানিয়ে লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদার। তিনি বলেন, বিশ্বমন্ডলে প্রতিবছর উত্তাপ বাড়ছে। এটি নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। সংগঠনটি শিক্ষার্থীদের সচেতন করে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করেছে । সেই সাথে বৃক্ষের চারা দিয়েছে। এটি সময়োপযোগী উদ্যেগ । আমি এই উদ্যোগকে স্বাগত জানাই।
স্বপ্ন সারথীর সদস্য কৃষিবিদ নিটুল রায় বলেন, আমাদের সংগঠনের প্রতিটি সদস্যদের স্বপ্ন ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলা। এজন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে আমরা ধারনা প্রদান করেছি। সেই সাথে গাছের পরিচর্যা সম্পর্কে অবহিত করা হয়েছে। পরে আম পেয়ারা, আমলকি, অর্জুন, বহেরাসহ বিভিন্ন প্রজাতির উপকারী বৃক্ষের চারা তাদের হাতে তুলে দিয়েছি । বিল বেষ্টিত এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমার এ অঞ্চলটিকে সবুজে ভরে দিতে চাই।
নিটুল রায় আরো বলেন, সামাজিক সংগঠন ‘স্বপ্ন সারথী ‘ শিক্ষার্থীদের মানোন্নয়নে বেশকিছু কর্মসূচি গ্রহন করেছে। এর মধ্যে ‘ ৪ ঘন্টা পড়ার টেবিলে কর্মসূচি অন্যতম ৷ কর্মসূচিটির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আমাদের সদস্যরা নিয়মিত খোঁজ খবর রাখেন । এতে গুনগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। ফলে শিক্ষার্থীরা ভাল রেজাল্ট করছে। ভবিষ্যতে এলাকায় উন্নয়ন সহ বিভিন্ন সমাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে কাজ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply