কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হলো ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান। রবিবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় কাশিয়ানী উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর ২.৫ কার্যক্রমের আওতায় গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্তহয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবির।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামানের সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
সহকারি তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামিনূর রহমান জাপান,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা কাশিয়ানী উপজেলা উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, অগ্রযাত্রা, নারী উন্নয়ন, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর ধৈর্যের সাথে জনগণের কথা শোনেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে অংশগ্রহণের জন্য তিনি আহবান জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply