
কালের খবরঃ
এবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পদপদবী থেকে গণ পদত্যাগ করেছেন অর্ধশত নেতৃবৃন্দ। একযোগে সংবাদ সম্মেলন করে ৫০ নেতা গণ পদত্যাগ করেন। এই গণ পদত্যাগে উপজেলা জুড়ে চলছে আলোচনার ঝড়।
গত মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় পৃথক সংবাদ সম্মেলন করে মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন, মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল ফকির ও ভাবড়াশুর ইউনিয়ন থেকে জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুরেশ মন্ডল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মন্ডল, সাধারণ সম্পাদক সুভাষ মন্ডল, সহসভাপতি দিলীপ কুমার মন্ডল, সহসভাপতি স্বপন কুমার বিশ্বাস, সহসভাপতি হরেন মন্ডল, সদস্য গণপতি মন্ডল, সদস্য নিত্য বিশ্বাস, ৬নং ওয়ার্ডের সভাপতি মিলন শেখ, সাধারণ সম্পাদক সাইফুল, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মন্ডলসহ আওয়ামী লীগের মোট ১৭ জন পদত্যাগ করেন।
অপরদিকে, বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, সদস্য বিজন ভক্ত, কৃষক লীগের নির্মল মন্ডল, সদস্য নির্মল কুমার ভদ্র, সদস্য নূর ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, ৮নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সরোজিত সরকার, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পরিমল কৃত্তনিয়া, ৩নং ওয়ার্ডের সহসভাপতি মোঃ আকরাম শেখ, ৯নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ফেলান সরকার, ৮নং ওয়ার্ডের সহসভাপতি সমরেন্দ্র নাথ রায়, ৮নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ, ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈ ও ৮নং ওয়ার্ডের সহসভাপতি গোবিন্দ অধিকারী।

এছাড়া ৯নং ওয়ার্ডের সহসভাপতি দিজেন রায়, ৭নং ওয়ার্ডের ত্রাণ সম্পাদক হারাধন বালা, ৮নং ওয়ার্ডের সহসভাপতি বিপ্লব ঢালী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিহির কুমার বালা, ৮নং ওয়ার্ডের সদস্য সুখ লাল পোদ্দার, ৭নং ওয়ার্ডের সহসভাপতি বিমলেন্দু বালা, ৭নং ওয়ার্ডে সভাপতি সুকান্ত কুমার সরকার, ৮নং ওয়ার্ডের সদস্য রবীন শীল, ৯নং ওয়ার্ডের সহসভাপতি দীলিপ বাইন, ৮নং ওয়ার্ডের সদস্য হরশিৎ অধিকারী, ৭নং ওয়ার্ডের সদস্য রমনী রঞ্জন বালা, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল শেখ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রূপচাঁদ মৃধা, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজামুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মো. মনিরুল ইসলাম মোট ৩২ জন দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করেন।
তারা সবাই লিখিত বক্তব্যে বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ভবিষ্যতেও থাকবে না।
Design & Developed By: JM IT SOLUTION