কালের খবরঃ
আধুনিক কৃষি যন্ত্রপাতি কম্বাইন হারভেষ্টার দিয়ে চলতি মৌসুমে বোরো ধান কাটা, মাড়াই, ও ঝাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
আজ মঙ্গলবার (১০ মে ) মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী গোপালগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ চৈতন্য পাল, উপ-সহকারী কৃষি অফিসার মাসুমা আক্তার, মোচনা ইউপি সদস্য সাইফুল ইসলাম, কৃষক লিয়াকত আলী মজুমদার প্রমুখ।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে পাইকদিয়া বড় পাথারে দেশবাংলা খামারবাড়ির সত্বাধিকারী লিয়াকত আলী মজুমদার ৫০ একর জমির জন্য কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড চাষাবাদ কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শণীর মাধ্যমে বোরো ধান রোপন করেছিলেন। তার প্রদর্শণী জমির ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে কর্তণ, মাড়াই, ঝাড়াই করা হলো। কম্বাইন হারভেষ্টারের মাধ্যামে অতি অল্প সময়ে ও খরচে ফসল কর্তণ, মাড়াই ও ঝাড়াই এর সুবিধা রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply