কালের খবরঃ
জাতীয় পরিসেবা ৯৯৯ এর ফোন পেয়ে গোপালগঞ্জে অভিযান চালিয়ে পরিবেশবান্ধব দুই প্রজাতির ৪৮টি কচ্ছপ ও ৮৫টি অতিথিপাখি উদ্ধার করেছে বন বিভাগ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত কচ্ছপ ও অতিথি পাখি মঙ্গলবার রাতে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার(১৪ নভেম্বর)বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ীয়া এলাকার কালীপূঁজার মেলায় অভিযান চালিয়ে দুই প্রজাতির ৪৮টি কচ্ছপ উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৫টি সন্ধি ও ৩টি ধুম কচ্ছপ রয়েছে। এছাড়া তিনটি মৃত কচ্ছপও জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কচ্ছপ বিক্রেতারা পালিয়ে যায়। পরে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কচ্ছপ ও পাখি শিকার বন্ধে প্রচারণা চালাবেন বলে জানান। জব্দকৃত এসব কচ্ছপ গোপালগঞ্জ বন বিভাগের জলাশয়ে ও কোটালীপাড়া রামশীল নদীতে এবং অতিথি পাখি গোপালগঞ্জের আকাশে অবমুক্ত করা হয়। পরিবেশ ও জলজ পরিবেশ ঠিক রাখতে কচ্ছপ ও অতিথি পাখি শিকার না কারার জন্য আহবান জানানো হয়।
অপরদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বিলে অভিযান চালিয়ে ৮৫টি অতিথিপাখি উদ্ধার করা হয়। এসব পাখির মধ্যে হাসপাখি,জল সয়ূর, জল মরগী, কালিম(কাইন)পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এবং বৃধবার (১৫ নভেম্বর) সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার লখন্ডা বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করে এই আভিযানিক দল।।
এসব অভিযান পরিচালনা করেন, বন অধিদপ্তর ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদেক, অসীম মল্লিক ও গোপালগঞ্জের সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিকসহ বন অধিদপ্তরের কর্মকর্তাগণ।
গোপালগঞ্জের সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে কালিপূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কয়েকজন ব্যবসায়ী উদ্ধারকৃত এসব কচ্ছপ বিক্রি করছিল। এমন একটি সংবাদ জাতীয় পরিসেবা ৯৯৯তে এলাকার এক সচেতন মানুষ ফোন দেন। এই সংবাদের ভিত্তিত্বে ঢাকার বন্য প্রাণী বিভাগ ও গোপালগঞ্জ বন অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে দুই প্রজাতির ৪৮টি কচ্ছপ আটক করে। এসময় কচ্ছপ বিক্রেতা,পাখি শিকারী ও বিক্রেতারা পালিয়ে যাওয়ায় মামলা করা যায়নি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply