কালের খবরঃ
গোপালগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে এসে খালি হাতে ফেরেনা কেউ। সপ্তাহের প্রতি বুধবার নিয়মিত গনশুনাণীর অংশ হিসাবে বুধবার (৪ অক্টোবর) গোপালগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি ফি, লেখাপড়া খরচ, দরিদ্র শিশুদের নতুন জামাকাপড় সমস্যা ও অসুবিধা অনুযায়ী নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক।
এদিন সকালে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তার কক্ষে এ গণশুনানি গ্রহণ করেন।গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিনশত মানুষ তাদের সমস্যা ও প্রতিকার নিয়ে কথা বলেন।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এসব মানুষদের অভাব অনটন, চিকিৎসা সংক্রান্ত সমস্যা, ছেলে-মেয়ের লেখা-পড়ার জন্য আর্থিক সহায়তা, জমি-জমা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সুখ-দুঃখের কথা শোনেন এবং সাথে সাথে সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তাদের ফোন করে ব্যবস্থা গ্রহণের জন্য দিক নির্দেশনা দেন।
আর চিকিৎসার জন্য যারা আর্থিক সাহায্য সহযোগীতা চান তাদের ওষুধ কেনার জন্য নগদ অর্থ ও চিকিৎসার জন্য সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে গাড়ীযোগে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা নেন।আর জটিল রোগীদের জন্য ঢাকায় বিষেশায়িত হাসপাতালে সুপারিশ করে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন।
জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতি বুধবার গণশুনানি করা হয়। প্রত্যেকটি গণশুনানিতে প্রায় তিনশত আবেদন জমা পড়ে।এসব আবেদনের মধ্যে রয়েছে- জমিজমা সংক্রান্ত অভিযোগ, চিকিৎসা ও ঔষধ ক্রয় ও চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা ও শিক্ষা প্রতিষ্ঠানে ভার্তি ও লেখাপড়া চালানোর জন্য অর্থ পাওয়ার আবেদন। জেলার হতদরিদ্র লোকজন প্রতি বুধবার এ গণশুনানিতে অংশ গ্রহণ করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, গণশুনানি মন্ত্রী পরিষদের একটা নির্দেশনা। প্রত্যন্ত দুর্গম এলাকা থেকে লোকজন বিভিন্ন অভিযোগ নিয়ে গণশুনানিতে আসেন। তবে এ সংক্রান্ত বিষয়ে তেমন কোনো ফান্ডের ব্যবস্থা নেই বললেই চলে। তারপরও গণশুনানিতে গরিব অসহায় লোকজনদের ঔষধ-পত্র, চিকিৎসা ও শিক্ষার্থীদের বই ক্রয় এবং স্কুল কলেজে ভর্তির জন্য সামান্য আর্থিক সহায়তা দিয়ে থাকি। যাদের চিকি\সা প্রয়োজন তাদের স্থানীয়ভাবে আবার ঢাকার বিষেশায়িত হাসপাতালে চিকিৎসার জন্য সুপারিশ করে পাঠানো হয়। যাতে করে তারা বিনাখরচে বা স্বল্প খরচে চিকিৎসা সেবা পেতে পারেন। দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের নতুন পোষাক, পঙ্গু বা প্রতিবন্ধীদের হুইল চেয়ার, সাদাছড়ি দেয়া হয়। এছাড়াও অনেকগুলো অভিযোগ আছে সে গুলো স্বস্ব উপজেলার ইউএনও এবং সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেই।তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেন।
গণশুনানীতে গোপালগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুণ-অর রশীদ, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা আশরাফুল আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাদ মাহামুদ জয়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply