মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এফপিও ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবর, বিউটি রহমান, দৈনিক জনকন্ঠ পত্রিকার সাংবাদিক মেহের মামুন প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ অংশ নেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ বেতারের কর্মকর্তা সজীব দত্ত। এসময় বক্তারা বলেন আমাদের সবার কাজ করতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। আসুন সম্মিলিত ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি।
উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন। আমরা সকলে সম্মিলিতভাবে কাধে কাধ রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো। তারই ধারাবাহিকতায় বাল্যবিবাহ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সবার কাজ করতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। আসুন সম্মিলিত ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি।
অনুষ্ঠানের উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ০৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।আগামী ০৯ সেপ্টেম্বর শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে পরিচালক মোঃ বশির উদ্দিন এর নির্দেশনায় উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply