টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ-ধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকীর কর্মসূচীর উদ্বোধন করেন।এ সময় টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর টুঙ্গিপাড়া থানার ওসি কামরুজ্জামান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
তারপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর পবিত্র ফাতহাপাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় শেখ হাসিনার জন্য বিশেষ প্রার্থনা করেন শ্রদ্ধা নিবেদনে অংশ গ্রহনকারীরা ।
শ্রদ্ধা নিবেদনের সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আসীম কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, ওসি কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে প্রশিক্ষণ প্রাপ্ত ১০ দুস্থ মহিলাদের হাতে ১০টি সেলাই মেসিন তুলে দেওয়া হয়।
বাদ যোহর টুঙ্গিপাড়া উপজেলার মডেল মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এছাড়া মন্দির , গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থণা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply