কালের খবরঃ
বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ-২৪ এর গোপালগঞ্জ প্রতিনিধি মুন্সী মোহাম্মদ হুসাইন ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)।
মঙ্গলবার (০১ আগষ্ট) বিকাল ৫টার দিকে ঢাকার শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে হিস্টোপ্লাজমা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, মা, এক ভাইসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। বুধবার (২ আগষ্ট) সকালে শহরের নবীববাগ এলাকার মার্কাস মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে দাফন করা হবে।মুন্সী মোহাম্মদ হুসাইন গোপালগঞ্জ টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সদস্য ছিলেন।বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ-২৪ এর গোপালগঞ্জ প্রতিনিধি মুন্সী মোহাম্মদ হুসাইনের মত্যুতে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন এবং সাংবাদিক মোজাম্মেল হোসন মুন্না, প্রসূন মন্ডল, এসএম নজরুল ইসলাম, হায়দার হোসেন বাদল সাহা, সৈয়দ আকবর হোসেন, সুব্রত সাহা বাপী, একরামুল কবীর, সলিল বিশ্বাস মিঠুসহ কর্মরত সাংবাদিকরা শোক জানিয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply