টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
কোরবানির পশুর হাটের লেনদের স্বচ্ছ ও নিরাপদ করতে গোপালগঞ্জে ক্যাশলেস পশুহাটের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবি ব্যাংক এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার (২৫জুন) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গরুর হাট চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিখ আফজাল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ,পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, পশু ক্রেতা অপু বিশ্বাস প্রমূখ। এর আগে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই ক্যাশলেস হাটের উদ্বোধন করেন। সোমবার (২৬জুন) থেকে পাটগাতী গরুর হাটসহ জেলার ৬টি হাটে ক্যাশলেস লেনদেন চলমান থাকবে। এর আগে জেলা প্রশাসন, প্রাণীসম্পদ বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত ব্যাংক খামারিদের সঙ্গে মতবিনিময় করে হিসাব খোলার কাজ শেষ করেছে।প্রশাসন সূত্রে জানাগেছে, পাইলট প্রকল্প হিসেবে গোপালগঞ্জের ৬টি পশুর হাটে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেন চালু করতে জেলা প্রশাসন,প্রাণিসম্পদ বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত ব্যাংকগুলোকে চিঠি দেয়।
জালনোট, ছিনতাই ও বিভিন্ন প্রতারণা প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল লেনদেনে ক্রেতা-বিক্রেতাদের খরচ গুনতে হবে না। অন্যান্য ক্যাশলেস হাটগুলো হলো গোপালগঞ্জ শহরের মানিকদাহ হাউজিং প্রকল্প হাট,গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি ইউনিয়নের তালা কেকানিয়া পশুর হাট, মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজার, কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী হাট ও কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাট। এসব হাটে ব্যাংক এশিয়া, এবি ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংক লিঃ ক্যাশলেস লেনদেন পরিচালনা করবে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন,ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল অনুসারে জনগণের সব লেনদেনের প্রক্রিয়া ডিজিটালাইজড করার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ‘ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের’ আওতায় আনার জন্য ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম হাতে নেয় বাংলাদেশ ব্যাংক। এ কার্যক্রমের আওতায় চলতি বছরের কোরবানির পশুর হাটে বেচাকেনার জন্য সারা দেশের মত গোপালগঞ্জের ৬টি হাটে লেনদেন বাংলা কুইক রেসপন্স (কিউআর) কোডসহ অন্যান্য স্মার্ট মাধ্যমে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে কোরবানির পশুর হাটগুলোতে কেনাবেচার পাশাপাশি হাসিলের অর্থও ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করার ব্যবস্থা রাখা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply