বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

শুদ্ধাচার চর্চায় পুরস্কার পেলেন গোপালগঞ্জ এলজিইডি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২, ২.৪৩ পিএম
  • ১২০২ Time View

মনোজ সাহা, গোপালগঞ্জঃ

শুদ্ধাচার চর্চায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গোপালগঞ্জ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা  হয়েছে। ওই কার্যালয়ের নিবিড় তত্ত্বাবধানে জেলার রাস্তা, ব্রিজ, কালভাট সহ অবকাঠামো নির্মাণ মান সম্পন্ন ও টেকসই করা হচ্ছে। কর্ম বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যেও কাজ করা  হয়েছে । অফিসের সকল ফ্লোরে লাইট সহ আধুনিক  উপকরণ দিয়ে সর্জিত করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরী করা হয়েছে আলাদা আলাদা ডেক্স। দেয়ালে দেয়ালে শোভা পেয়েছে জেলার বিভিন্ন দর্শনীয়স্থান ও কর্মকান্ডের ছবি টাঙ্গানো,পানীয় জলের ব্যবস্থা, দর্শনার্থীদের জন্য ওয়েটিং রুম। তাদের আপ্যায়নের জন্য চা-কফি ও পানির ব্যবস্থা। এই দপ্তরের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মীদের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা মনোরম পরিবেশে আন্তরিকতার সাথে কাজ করে সেবা গ্রহীতাদের সন্তুষ্ট করতে সক্ষম হচ্ছেন।শুদ্ধাচার চর্চা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করায়   ওই দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক এলজিইডির ইতো মধ্যে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পল্লি উন্নয়ন সমবায় অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এই পুরস্কার প্রদান করেন।

গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানাগেছে, ২০২০ সালের শুরুতে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক গোপালগঞ্জ যোগদান করেন। এরপর মার্চ থেকে করোনা মহামারি শুরু হয়। করোনার মধ্যে তিনি জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ৫টি তদারকি টিম গঠন করেন।  এরমধ্যে টেকিনিক্যাল টিম সহ সকল টিম কঠোরভাবে কাজের মান নিয়ন্ত্রণ করে আসছেন। তারা নিন্মমানের কোন সামগ্রী ব্যবহার করতে দেয়নি। এছাড়া নির্বাহী প্রকৌশলী নিজে অধিকতর গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ তদারকি করে থাকেন। কোথাও কোন সমস্যা হলে ঠিকাদারকে তাৎক্ষনিক সেসব সমাধান দিয়েছেন। এ কারণে গত ২ বছরে জেলায় এলজিইজির ৬ শ’ কোটি টাকার প্রকল্পের কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে।আর নতুন সব প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে।

গোপালগঞ্জ সুজনের সভাপতি রবীন্দ্র নাথ অধিকারী বলেন, শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত আচরণ ও উৎকর্ষতাকে বোঝায়।  সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার একটি অন্যতম কৌশল। এটি চর্চা করে গোপালগঞ্জ এলজিইডি স্বচ্ছতা,জবাব দিহিতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করেছে। এটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আন্যান্য দপ্তর গ্রহন করলে দেশ সুশাসনের পথে এগিয়ে যাবে।ন্যায় প্রতিষ্ঠিত হবে।

এলজিইডির ঠিকাদার বিকাশ বিশ্বাস বলেন, এলজিইডেতে কাজ করে শান্তি আছে। নির্বাহী প্রকৌশলী শতভাগ কাজ বুঝে নেন। উন্নয়নের ক্ষেত্রে তিনি কোন প্রকার ছাড় দেন না।  তিনি কোন ধরণের নিন্মমানের সামগ্রী ব্যবহার করতে দেন না। এ কারণে এলজিইডির কাজের মান আগের থেকে বেড়েছে। প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের কথা বলছেন। নির্বাহী প্রকৌশলী টেকসই উন্নয়ন করছেন। অফিসে স্বচ্ছতা ফিরেছে। এ কারণে অফিসে কোন ফাইল পড়ে থাকে না। বিলের জন্য কোন দীর্ঘ সূত্রিতা নেই। তাৎক্ষনিক ভাবে বিল পাওয়া যায়। এভাবে সহজে বিল পেলে ঠিকাদারদের মনও ভালো থাকে আর কাজ করতে উৎসাহ বোধ করি।

বরিশালের রূপালী কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী ঠিকাদার মোঃ ফারুক হোসেন মিয়া বলেন, আমি দেশের প্রায় সব জেলায় কাজ করি। সেখানকার কাজের মান মোটমুটি স্ট্যান্ডার্ড। কিন্তু গোপালগঞ্জ এলজিইডির কাজ শতভাগ মান সম্পন্ন করে দিতে হয়। তাই এখানকার কাজ  টেকসই। এটি বর্তমান নির্বাহী প্রকৌশলী নিশ্চিত করেছেন। তাই এখানে এলজিইজির রাস্তা, ব্রিজ, কালভার্ট, প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কেন্দ্র ও পল্লী উন্নয়ন একাডেমী, ঈদগাঁহ, শশ্মান, মাদ্রাসা, মন্দির সহ সব কাজ মান সম্পন্ন হয়েছে। টেকসই উন্নয়নের জন্য এলজিইডির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

গোপালগঞ্জ চেম্বার ও কমার্স এ্যান্ড ইন্ডাস্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন বলেন, এলজিইডি গোপালগঞ্জের সবচেয়ে বেশি উন্নয়ন করছে। এখানে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে। এ কারণে এ দপ্তরের কাজ মান বেড়েছে। গোপালগঞ্জ জেলার মানুষ যোগাগযাগের ক্ষেত্রে এর সুফল পাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় জেলার মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে।ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হয়েছে।

গোপালগঞ্জ এলজিইডি’র সমাজ বিজ্ঞানী মোঃ এমরানুল হক বলেন, এখানে আমাদের কাজের অনুকূল পরিবেশ সৃস্টি করা হয়েছে। মনোরম পরিবেশে আমরা কাজ করি। এখানে কর্মরত সবার সাথে পরস্পর সু-সম্পর্ক রয়েছে। আমরা কোন কাজ ফেলে রাখি না। সব ক্ষেত্রেই আমরা আন্তরিকতার সাথে সেবা দিয়ে থাকি। আমাদের দপ্তরটি গতিশীল দপ্তর। এখানে স্বচ্ছতা ও জাবাব দিহিতা রয়েছে। কাজে ফাঁকি দেয়ার কোন সুযোগ নেই।

টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের সুখময় বাইন (৬০) বলেন, এখানে এলজিইডি পরিকল্পিত ভাবে সব কাজ করছে। এজন্য তাদের কাজ সুন্দর হচ্ছে। এলজিইডির প্রকৌশলীরা নিয়মিত কাজের তদারকি করেন। ঠিকাদারকে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হচ্ছে। এ কারণে কাজের মান ভাল হচ্ছে।

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের নাজির হোসেন (৫০) বলেন, এলজিইডির কাজের মান আগে খারাপ ছিলো। এখন এলজিইডি শতভাগ কাজ সঠিক ভাবে ঠিকাদারদের কাছ থেকে বুঝে নিচ্ছে। এ কারণে এলজিইডির কাজের মান বেড়েছে। কাজগুলো টেকসই হচ্ছে। টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। এতে আমরা উপকৃত হচ্ছি।

গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী  মোঃ এহসানুল হক বলেন, এখানে সেবা গ্রহীতা, ঠিকাদার, অফিসের প্রতিটি কর্মী ও দর্শনার্থীদের সমান চোখে দেখা হয়। সবার কথা ধৈর্যের সাথে শুনে সমাধান দেয়া হয়। শুদ্ধাচার চর্চার মাধ্যমে অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিস্পত্তি করা হয়। অফিসের কর্মীরাও আন্তরিকতার সাথে কাজ করছেন। এ কারণে এখানে এসে সেবা গ্রহীতারা সন্তুষ্ট হন। এখানে উন্নয়নের ক্ষেত্রে কঠোর মান নিয়ন্ত্রণ করা হয়। মান নিয়ন্ত্রণকারী টিমের সদস্যরা সব সময় কাজের তদারকি করেন। কাজের মানের ক্ষেত্রে কোন ছাড় দেয়া হয় না। তাই এখানে টেকসই উন্নয়ন করা সম্ভব হচ্ছে। এসব কাজের স্বীকৃতি স্বরূপ আমি ২০২০-২০২১ সালে শুদ্ধার পুরস্কার পেয়েছি। এ পুরস্কার পওয়ার পর আমাদের দপ্তরের কাজের উৎসাহ আরো বৃদ্ধি পেয়েছে। এভাবে কাজ করতে পারলে গোপালগঞ্জের উন্নয়ন তরান্বিত হবে। পাশাপাশি এটিকে রোল মডেল হিসেবে সারাদেশের প্রকৌশল বিভাগ গ্রহন করতে পারে। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION