কালের খবরঃ
গোপালগঞ্জের ডুমদিয়ায় সড়কে দাড়িয়ে থাকা ট্রাকে অজ্ঞাত বাসের ধাক্কায় ইয়াসিন মোল্লা (১৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। এসময় ট্রাকচালক আহত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত গভীর রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মোল্লা গোপালগঞ্জ জেলা সদরের মৌলভীপাড়া এলাকার শ্যামোল মোল্লার ছেলে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক নিয়ে আম আনতে নওগাঁ যায় ইয়াসিন। ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় পৌঁছালে তাদের ট্রাকের একটি চাকার টায়ার পাংচার হয়।
এসময় ইয়াসিন ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন। হটাৎ যাত্রীবাহী একটি বাস এসে ট্রাকের পিছনের অংশে ধাক্কা দিলে ইয়াসিন ও ট্রাক চালক গুরুতর আহত হয়। আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার হলে হাসপাতালের জরুরী বিসভাগের চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ আইনী প্রকৃয়িা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply