হৃদয় সরকার,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
একাডেমিক স্তরে সর্বাধিক সাধারণ সম্মাননা ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ড. মোঃ তুষার মোল্লা। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
সম্প্রতি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক (ডিটিইউ) এর ডিপার্টমেন্ট অফ সিভিল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে মেনুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শুক্রবার (২৮ এপ্রিল) তিনি পিএইচডি ডিফেন্স সম্পন্ন করেন। এর আগে তিনি ২০১৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে ব্যাচেলার অফ সাইন্স সম্পন্ন অর্জণ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে ২০১৮ সালে দ্বিতীয় স্থান অধিকার করে মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে, তিনি দুইটি বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ এক বছর প্রভাষক হিসেবে কাজ করেন। এরপরে ২০১৯ সালে তিনি ডেনমার্কের ডিটিউ এবং জাপানে ওসাকা ইউনিভার্সিটি’তে এমইএক্সটি পিএইচডি বৃত্তি পান। অতঃপর, ২০১৯ এর জুলাই মাসে তিনি প্রথম বশেমুরবিপ্রবিয়ান হিসাবে পিএইচডি অধ্যয়ন শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “পিএইচডি ডিগ্রি এমন যে সেটা অর্জন করাই অনেক বড় ব্যাপার। তার উপরে বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে অর্জন করা অত্যন্ত আনন্দের। উপরন্তু, যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করলাম (DTU) সেটি রিসার্চ ওয়ার্ল্ডে ৩য় স্থান ধারন করে আছে MIT এবং Stanford এর পরে। এমনকি আমি যে গ্রাম এর ছেলে সেখান থেকেও আমার আগে কেউ পিএইচডি ধারনকারী নেই। সব মিলিয়ে এটা একটা বড় পাওয়া বলে আমি মনে করি।”
দেশের প্রেক্ষাপটে চাকরির চেয়ে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের আরও মনোনিবেশ করা উচিত কিনা জানতে চাইলে তিনি জানান, “আমি কখনোই দেশে চাকরি এবং বিদেশে উচ্চশিক্ষার মধ্যে তুলনা করিনা। তবে আমি বিশ্বাস করি আপনি যদি এই দুইটা পথ এর যেকোনো একটা সফলভাবে অনুসরণ করতে পারেন তাহলে ভালো কিছু করা সম্ভব। তবে, আপনি যদি বিদেশে উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে চান তাহলে চেষ্টা করবেন যেন ভালোভাবে পড়াশুনা সম্পন্ন করতে পারেন। আর যদি আপনি কোন কারনে দেশে না যেয়ে বিদেশে থেকে যেতে চান, তাহলে পড়াশুনা শেষে অফিসিয়াল চাকরি করার জন্যে চেষ্টা করবেন। অনেককেই দেখেছি যারা আন-অফিসিয়াল চাকরির দিকে বেশি ঝুঁকে যায় বিদেশে এসে, যা তার ক্যারিয়ার এর জন্যে ক্ষতিকর বলে আমি মনে করি।”
বশেমুরবিপ্রবির বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আমার বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রতি আমার উপদেশ/অনুরোধ থাকবে আপনি দেশে চাকরি এবং বিদেশে উচ্চশিক্ষার এই দুই টা পথ এর যেকোনো একটা বাছাই করে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব এবং সে অনুযায়ী অনুশীলণ করতে থাকুন। সফলতা আসবেই।”
তিনি এবিষয়ে আরো বলেন, “অনুজদের জন্যে বলবো, অনার্স এর ২য় বর্ষ শেষ হতে হতে পথ নির্বাচন করতে পারলে পরবর্তীতে সফলতা পেতে সহজ হবে আপনাদের জন্যে। যারা রিসার্চ বা একাডেমিক ক্যারিয়ার-এ যেতে চান তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা একাডেমিক রেজাল্ট এর পাশাপাশি ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড তৈরি করুন।”
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply