কালের খবরঃ
গোপালগঞ্জে পিকআপ ও মটর সাইকেলের সংঘর্ষে মোদোচ্ছের মোল্লা (৩৫) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোদোচ্ছের মোল্লা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা গ্রামের ব্যাপারীপাড়ার কালাই মোল্লার ছেলে। ঘোনাপাড়া হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি খান শরিফুল ইসলাম বলেন, মোদাচ্ছের কোটালীপাড়া থেকে মটারসাইকেলে করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন।পথিমধ্যে মেরী গোপিনাথপুর পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তার মটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোদাচ্ছের ঘটনাস্থলেই মারা যান।পরে পরিবারের আবেদনের ভিত্তিত্বে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply