কালের খবরঃ
গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে দুই দিন ব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা।শুক্রবার (১০ ফেব্রুয়ারী)বিকেলে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন, মোহাইমিনুল ইসলাম। অন্যানের মধ্যে জেলঅ প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেকটর মোঃ আল ইয়াসা রহমান তাপাদার ও জেলঅ ক্রিড়া অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমূখ।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় মোট ৩৪ টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনশতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরনের আগে জেলা শহরের বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও মালেকা একাডেমির শিক্ষার্থীরা অনুষ্ঠান স্থলে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করে। এসব অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী , শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply