কালের খবরঃ
বাংলাদেশ ছাত্রলীগের বশেমুরবিপ্রবি কমিটির দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ফটকের সামনে মানববন্ধন করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবন্ধনে যোগদেন। মানববন্ধনে কমিটির দাবিতে বিভিন্ন স্লোগানসহ বক্তব্য প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত, বশেমুরবিপ্রবি শিক্ষার্থী ছাত্রলীগের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত জাহাঙ্গীর আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের সকল কার্যক্রম পরিচালনা করে আসছি। বিশ্ববিদ্যালয়ে কমিটি না থাকায় আমাদের কার্যক্রম পূর্ণতা পাচ্ছে না। এসময়ে তিনি আরো বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটি গঠনের বিষয়ে আলটিমেটাম দেয়া হবে। এইসময়ের মধ্যে দাবি না মানলে তিনি অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দেন।
মোল্লা লজিস বলেন, জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি না থাকা আসলেই দুঃখজনক। আসলে বিচ্ছিন্ন ভাবে কাজ করার থেকে সাংগঠনিক কার্যক্রম বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত এই সংগঠনের কার্যক্রমকে আরও ত্বরান্তিত করবে। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আন্তরিক ভাবে দেখবে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, বিষয়টি বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের এক সদস্যের মাধ্যমে জানতে পেরেছি। আমরা চাই আওয়ামী লীগ আরও শক্তিশালী হোক। এলক্ষ্যে সাংগঠনিক নিয়ম ও ধারা অনুযায়ী আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।
প্রসঙ্গত, ২০১১সাল থেকে বশেমুরবিপ্রবিতে একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কর্মীরা করোনাকালীন সময়ে খাবার বিতরণ, কৃষকদের ফসল কাটায় সহায়তা, রমজান মাসে ইফতারের বিতরণ, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সাহায্যসহ বিভিন্ন রকমের সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। তবে একযুগ পার হয়ে গেলেও কমিটি না থাকায় দীর্ঘদিন ধরে ক্ষোভ চেপে আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply