কালের খবরঃ
গোপালগঞ্জে দুই দিন ব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী)সকাল ১০টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগীতায় মোট ৩৪ টি ইভেন্টে শতাধিক অংশগ্রহনকারী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply