টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছয় মাসের সাজাপ্রাপ্ত সহ ওয়ারেন্ট ভুক্ত পাঁচ আসামিকে আটক করেছে পুলিশ।
রবিবার(৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আসামীরা হলেন ৬ মাসের সাজাপ্রাপ্ত পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের মৃত শামসু গাজীর ছেলে ওমর গাজী (৩৫), ওয়ারেন্টভুক্ত টুঙ্গিপাড়া গ্রামের মৃত মনসুর শেখের ছেলে রফিক শেখ (৫০), চর কুশলি গ্রামের মৃত হায়েত আলী মোল্যার ছেলে আবুহার মোল্যা (৩৪), একই গ্রামের হারুন শেখের ছেলে মহসিন শেখ (৩৫) ও বাঁশবাড়িয়া গ্রামের মৃত তহন তালুকদারের ছেলে রেজাউল তালুকদার (৫৫)।
এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মুনসুর বলেন, রবিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের অভিযানে সিআর ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply