কালের খবরঃ
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের সমর্থকদের মধ্যে পৃথক দু’টি সংঘর্ষে অন্ততঃ ২৫ জন আহত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মালেঙ্গা ও জালালাবাদ গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ জানান, সদর উপজেলার মালেঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান মেম্বার এয়ার আলী খানের সাথে সাবেক মেম্বার আজিজুল খানের মধ্যে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে এয়ার আলী খানের লোকজন বিরোধপূর্ণ একটি জমিতে কাজ করতে গেলে আজিজুল খানের লোকজন তাতে বাঁধা দেয়। এতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের কমপক্ষে ২০জন আহত হন। এর মধ্যে মারাত্মত আহত ১৫ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এফ,এম মারুফ রেজা ও সাবেক চেয়ারম্যান সুপারুল আলম টিকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হন। গুরুত্বর আহত ৪ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিততি নিয়ন্ত্রনে আনে। উভয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা দায়ের করেনি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply