টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, কোষাধক্ষ ও এফবিসিসিআই এর পরিচালক যশোদা জীবন দেবনাথসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply