কালের খবরঃ
স্বামী স্ত্রীর কথাকাটাকাটির জেরে প্রাণ গেল ৫ বছরের শিশুপুত্র জুনায়েদের। এমনই অভিযোগ নিহত শিশুর মা কামরুন্নাহারের। ছেলেকে আছড়ে মারার কথাটি স্বীকারও করেছে শিশুটির পিতা রিক্সা চালক সাইফুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে নিহত শিশু জুনায়েদের মা কামরুন্নাহার বেগম বাদী হয়ে বুধবার (৪ জানুয়ারী) গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শিশুটির পিতা সাইফুল ইসলামকে একমাত্র আসামী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মোঃ জাবেদ মাসুদ।
মামলার বিবরণ ও বাদী কামরুন্নাহার সূত্রে জানাগেছে,রিক্সাচালক সাইফুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর গ্রামের কলাবাগান এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী কামরুন্নাহার বেগম শহরের বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে সংসারে সাহায্য করতেন।
রবিবার (১ জানুয়ারী) দুপুরে স্বামী-সন্তান নিয়ে শুয়ে ছিলাম। সে সময়ে আমাদের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এসময় ক্ষিপ্ত হয়ে স্বামী আমাকে মারপিট করে। এক পর্যায়ে আমার ছেলেকে মারপিট করেও ছেলেকে ধরে মেঝেতে আছাড় দেয়। এতে সে মারাত্মক আহত হয়ে ।
পরে ছেলেকে প্রথমে গোপালগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় জুনায়েদ মারা যায়। ছেলের মৃত্যুরপর আমি মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে পুলিশ আমার স্বামীকে আটক করে এবং পরে গোপালগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে।
পরে পুলিশ অভিযুক্তকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply