কোটালীপাড়া প্রতিনিধিঃ
মেট্রোরেলের উদ্ধোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনন্দ মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।বুধবার (২৮ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা এস এম ই¯্রাফিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply