কালের খবরঃ
গোপালগঞ্জে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে কর্নেলিয়াস ইজেকিয়েল স্টুয়ার্টের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলেছে শক্তিশালি শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
শুক্রবার(২৩ ডিসেম্বর)বেলা আড়াইটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালী শেখ জামালের মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা। প্রথমার্ধের শুরুতেই আক্রমনে মুক্তিযোদ্ধার রক্ষণ ভাগকে অতিব্যস্ত করে রাখে শেখ জামাল। প্রতি উত্তরে পাল্টা আক্রমন শানায় মুক্তিযোদ্ধা। কিন্তু সুযোগ মিসের মহড়ায় ৩০ মিনিট পযর্ন্ত গোল বঞ্চিত থাকে দু’দল। তবে ৩১ মিনিটে ফরওয়ার্ড কর্নেলিয়াস ইজেকিয়েল স্টুয়ার্ট গোল করে শেখ জামালকে এগিয়ে দেন। তবে খেলার ৪৩ মিনেটে শেখ জামালের ডিবক্সের বাইরে ফ্রি কিক পায় মুক্তিযোদ্ধা। রক্ষণভাগের খেলোয়াড় নাজিম জুনিয়র আদেয়িংকা ফ্রি কিক থেকে সরাসরি গোল করে সমতায় ফেরান দলকে। তবে আর কোন গোল না হলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমন শানায় দু’দল। ৬৪ মিনিটে মধ্য মাঠের খেলোয়াড় কৌশিক বড়ুয়া গোল করে শেখ জামালকে ২-১ গোলে এগিয়ে দেন। অতিরিক্ত সময়ে মধ্য মাঠের খেলোয়াড় সোমা ওটনি গোল করে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরালেও ১ মিনেটের ব্যবধানে ম্যাচের শেষ বাঁজি বাজায় এক মিনিট বাকী থাকতে ফরওয়ার্ড কর্নেলিয়াস ইজেকিয়েল স্টুয়ার্ট নিজের দ্বিতীয় গোল করলে শেখ জামাল ৩-২ গোলে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply