কালের খবরঃ
গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় শীত উপেক্ষা করে জেলা শহরের শিশুবন ও সোনাকুড় এলাকার তিন শতাধিত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করেন তিনি। এসব এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে দু’টি করে কম্বল তুলে দেন তিনি। কম্বল বিতরণকালে তিনি এসব পরিবারের খোঁজ খবরও নেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিন, পৌর কাউন্সিলর শফিকুর রহমান শুক্তিসহ প্রশাসনের কমকর্তারা উপস্থিত ছিলেন।
শিশুবন এলাকার বাসিন্দা কুলছুম বেগম, নূর আলম সহবেশ কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, জেলা প্রশাসক শীতের সময় যে উপহার দিয়েছেন সেটা আমাদের জন্য অনেক বড় পাওনা। দ্রব্য মূল্যের এই ঊর্ধ্বগতির এই সময়ে শীত বস্ত্র বা কম্বল কেনা অসম্ভব ছিল। এই কম্বল পেয়ে আমাদের খুব উপকার হলো।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকলের জন্য শীতবস্ত্রের ব্যাবস্থা করেছেন। তারই অংশ হিসাবে জেলা প্রমাসনের উধ্যোগে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। শীতে যাতে কেউ কষ্ট না পায় সেজন্য কম্বল বিতরন অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply