টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুদ্ধিজীবীদের স্মরনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় প্রথমে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুদ্ধিজীবীদের স্মরনে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, কৃষক লীগ সভাপতি মিলন মোল্যা, যুবলীগ সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুম (বজ্রকণ্ঠ) বুদ্ধিজীবীদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply