কালের খবরঃ
মঙ্গলবার (২৯ নভেম্বর) কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করার জন্য দলীয় সকল নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে।তিন বছর পর পর সম্মেলন হবার কথা থাকলেও দীর্ঘ ৭ বছর পর এবার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সম্মেলনকে ঘিরে নানা জল্পনা কল্পনা চলছে। সভাপতি, সাধারণ সম্পাদক পদে নতুন পুরাতনের সমন্বয়, নাকি নতুন মুখের চমক আসবে তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে নেতা কর্মিদের মাঝে।উপজেলা শহরের বিভিন্ন সড়কসহ প্রতিটি অলি গলিতে নানা রঙের ফেস্টুন, ব্যানার, পোস্টারে ভরে গেছে। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজমান। কে বা কারা হচ্ছেন আওয়ামী লীগের নতুন কর্ণধার এ নিয়ে চলছে আলোচনার ঝড়।
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, বিশেষ অতিথি হিসেবে আরেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি,, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস, এম, কামাল হোসেন, নার্গিস রহমান এমপি, উপস্থিত থাকবেন।সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত খাকবেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply