কালের খবরঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে শনিবার(১৯ নভেম্বর)বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার জনতা মধুমতি নদীর দুই পাড়ে এসে হাজির হন। উপভোগ করেন নৌকা বাইচ। নদী ও বিল বাওড়ের এলাকা হিসাবে পরিচিত গোপালগঞ্জে শত বছর ধরে জেলার বিভিন্ন স্থানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বাইচে ২৫টি বাইচের নৌকা অংশ গ্রহণ করে।বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে নদীর পানি উত্তাল হয়ে উঠে।
মধুমতি নদীর উত্তর পাড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আর দক্ষিণপাড়ে বাগেরহাট জেলার মোল্লাহাট ও চিতলমারী উপজেলা। এই দুই উপজেলার লোকজন আগে ভাগেই মধুমতি পারে এসে দাড়িয়ে থাকেন বাইচ দেখতে। আনন্দ উপভোগের পাশাপাশি দুই জেলার মানুষের মধ্যে একটা সেতু বন্ধনও তৈরী হয়।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন,জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও বিশেষ অতিথি হিসাবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন অতিথিগন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply