কালের খবরঃ
গোপালগঞ্জে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামের্টে টুঙ্গিপাড়া উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ণ হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা।মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল তিনটায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় টুঙ্গিপাড়া উপজেলা ও গোপালগঞ্জ সদর উপজেলা। দুই দল আক্রমণ-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু করে।
খেলার প্রথমার্ধে জসিম ও নাইজেরিয়ান খেলোয়াড় বাহের গোলে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় গোপালগঞ্জ সদর উপজেলা। তবে বিরতির পর দুই দল বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোপালগঞ্জ সদর উপজেলা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা।এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও জে কে পালিমারের উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply