মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে খেলার মাঠ দখল ও স্থাপনা তৈরীর প্রতিবাদে এবং মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলার দাসেরহাট গ্রামসহ ৫টি গ্রামের শতাধিক মানুষ এ কর্মসূচী পালন করে।
শনিবার (১২ নভম্বের) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাসেরহাট এলাকার খেলার মাঠে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় মাঠ দখল ও স্থাপনা তৈরীর প্রতিবাদে এবং উন্মুক্ত করার দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী মোল্যা, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইলিয়াছ হোসেন, ব্যারিষ্টার মনোজ ভৌমিক বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, দু’শ বছর ধরে এটি খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ৫ গ্রামের ছেলে মেয়েরা এ মাঠে খেলাধূলা করে। কিন্তু ব্যবসায়ী কেএম মাসুদুর রহমান মাঠের জায়গা দখল করে স্থাপনা তৈরীর চেষ্ঠা করছে। দ্রুত মাঠটি দখলমুক্ত করার দাবী জানান তারা।
পরে খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তিনি সাংবাদিকদেরকে জানান, এখানে সরকারী খাস খতিয়ানের যায়গাটা দীর্ঘদিন ধরে এলাকাবাসী খেলারমাঠ হিসাবে ব্যবহার করে আসছে। সেবা গ্রীন মডেল ফিলিং এন্ড অটোগ্যাস ষ্টেশনের মালিক কে এম মাসুদুর রহমান এই মাঠের পাশেই জমি ক্রয় করে সেবা গ্রীন মডেল ফিলিং এন্ড অটোগ্যাস ষ্টেশন তৈরি করছেন। তিনি কিছু জায়গা দখল করেছেন বলে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করছে। এই বিষয় নিয়ে আদালতে মামলা আছে, বিষয়টির কার্যক্রম প্রক্রিয়াধীন। সরকারী নির্দেশনা মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে মাঠের জায়গা দখলের অভিযোগে অভিযুক্ত কেএম মাসুদুর রহমানের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। বার বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। তার মোবাইল নম্বর (০১৭১১৫৯৬৩২০)।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply