মৃকসৃদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সিন্দিয়াট জাদুঘর কমপ্লেক্স নির্মান কাজের ভিত্তি স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পরিচালনা কমিটির সদস্য আশরাফ আলম পপলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক এ,কে,এম হেদায়েতুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফইজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের রহমান রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল প্রমুখ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময় গোপালগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের সময় মধ্য বিরতিতে মুকসুদপুর উপেজলার কুমার নদীর তীরে সিন্দিয়াঘাটে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের ডাক বাংলোতে বিশ্রাম নিতেন। বঙ্গবন্ধুর সেই স্মৃতি রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড সিন্দিয়াঘাট জাদুঘর কমপ্লেক্স নির্মান করতে যাচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply