কালের খবরঃ
জমিজমা সংক্রান্ত সীমানা বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ধানের গোলাঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপোরে বৃহস্পতিবার( ১০ নভেম্বর) বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।গত মঙ্গলবার(৮ নভেম্বর)রাতে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এরই মধ্যে গোলাঘরটি সম্পুর্ন পুড়ে গিয়ে ধানসহ বিভিন্ন ধরনের মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।এ ব্যাপারে একই গ্রামের বিরোধীয় জমির অপর দাবীদার ও জালাল উদ্দিন শেখের ছেলে আজিজুল শেখ(৫৬)কে দায়ী করে গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেছে ফায়েকুজ্জামান শেখের ছেলে ও ক্ষতিগ্রস্থ ঘরমালিক দুলাল শেখ(৪৫)।
মামলার বিবরনে জানাগেছে, বাড়ীর জমির সীমানা নিয়ে আসামীদের সঙ্গে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলে আসছিল। ঘটনার দিন সকালে ওই জমির উপর থাকা ঘরটি অন্যত্র সরিয়ে নিতে চাপ সৃস্টি করে।দিনের মধ্যে সরিয়ে না নিলে তারা নিজেরাই ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেয়।ঘটনার দিন গত মঙ্গলবার(৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ঘরটিতে আগুন লেগেছে দেখতে পায়।পরে সবাই মিলে চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পুর্ন নিভাতে সক্ষম হয়। এরই মধ্যে ঘরে থাকা ৩০মণ ধান, ঘর ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটি দেখেন।
এ ব্যাপারে অভিযুক্ত আজিজুল শেখ মুঠোফোনে সাংবাদিকদের জানিয়েছেন, আমি অসুস্থ অবস্থায় বাড়িতে আছি। ঘটনাস্থল থেকে আমার বাড়ি প্রায় পৌনে এক কিলোমিটার।চোখে ভালো দেখিনা।কি করে আমি ঘরে আগুন দিতে যাব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে ঘরটি পুড়েছে সেটা নিয়ে প্রায় দেড় বছর আগে আদালতে একটা মামলা রয়েছে। আমাকে ফাঁসাতে বিপক্ষের লোকজন এই দোষ দিচ্ছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মোটেও সত্য নয়।
গোপালগঞ্জ ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সেপেক্টর মোঃ রাজিব হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গোলাঘরে আগুন লেগেছে দেখতে পাই।ফায়ার সার্ভিস পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আমরা গিয়ে সামান্য কাজ করে আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনি।তবে ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত)শীতল চন্দ্র পাল বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ গিয়েছিলো।সেখানে গিয়ে জানতে পেরেছে একটি ঘর আগুন লেগে পুড়ে গেছে। এ নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে দোষ দিচ্ছেন। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply