কালের খবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জলিরপাড় ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত বৈরাগীর উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় জলিরপাড়-উজানী সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী। এসময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তি দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিটন খান, ইউপি সদস্য সুমন মন্ডল, গৌতম মন্ডল, বিধান সরকারসহ অনেকে বক্তব্য রাখেন। পরে মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, গতকাল বুধবার (৯ নভেম্বর) মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাছে দরখাস্ত জমা দিয়ে ফেরার পথে জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি রায় ও প্যানেল চেয়ারম্যান বিকাশ বাকচির লোকজন ইউ.পি সদস্য সুজিত বৈরাগীর উপর হামলা চালায়।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিহির কান্তি রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply