কালের খবরঃ
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ১১ থেকে ১৩ নভেম্বর ২০২২ পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকা ৫টি গ্রæপে (অনুর্ধ ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী) সাঁতারুরা অংশগ্রহণ করবে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৩ দিনে সাঁতারে ১০০টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্ট (১মি: স্প্রিং বোর্ড ও ৫মি: প্লাটফর্ম ডাইভিং) মোট ১০৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং পুল / বিকেএসপির ডাইভিং পুলে ডাইভিং অনুষ্ঠিত হবে।
বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক ও সনদপত্র প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হবে। সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি প্রদান করা ছাড়াও নতুন জাতীয় রের্কড সৃষ্টি করী সাঁতারুদের আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ মোট ৮০টি টীমের প্রায় ৪৮৫ জন খেলোয়াড়, ১১০জন টীম অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়াল সহ সর্বমোট প্রায় ৬৯৫ জন অংশগ্রহণ করবে।
১১ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৪ টায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব তরফদার মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও ব্যবস্থাপনা পরিচালক, সাইফ পাওয়ারটেক লিঃ।
এ উপলক্ষে (৯ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রচার মাধ্যমের সাংবাদিক দের কাছে প্রতিযোগিতাকে উপস্থাপন করেন এম বি সাইফ, সাধারন সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশন। ফেডারেশনের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, কোষাধক্ষ্য, মোঃ রেজাউল হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম মিয়া, কার্যনির্বাহী সদস্য, এ কে এম এ হাসান ফিরোজী ও নিবেদিতা দাস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply