টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান চুন্নু (৭৫) মারা গেছেন। সোমবার ( ৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার বর্নি মাদ্রাসা ময়দানে জানাজা শেষে দক্ষিণ বর্নি গ্রামের মুন্সী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান চুন্নুকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর, বর্নি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাদশা), বর্নি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান চুন্নু গত ১৯ অক্টোবর টুঙ্গিপাড়া থেকে বর্নি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৮ দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩ টায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে সাত ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান চুন্নু।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply