কালের খবরঃ
গোপালগঞ্জে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরামের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (8 নভেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের নীচ তলায় ফিতা কেটে এ নতুন কার্যালয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, কালের কন্ঠের প্রসূন মন্ডল,
বাংলা নিউজের একরামুল কবীর, দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু , বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, এসএ টিভির বাদল সাহা, ডিবিসি নিউজের ক্যামেরা পারসন সজিব বিশ্বাস, দৈনিক মোহনার মেহেদী হাসান মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ অতিথিরা কার্যালয় ঘুরে দেখেন ও সাংবাদিকদের খোঁজ খবর নেন। এসময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে বলেন, সাংবাদিকরা হলো জাতির দর্পন। সাংবাদিকরাই পারেন একটি সুস্থ্য ও মননশীল জাতি গঠন করতে। তাই সাংবদিকদের দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহবান জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply