কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কালোবাজারে চাল বিক্রির অপরাধে খায়রুল ইসলাম নামে এক ওএমএস ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে।রবিবার (৩০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা ওএমএস কমিটির জরুরী সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।সভায় উপজেলা ওএমএস কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমানসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, মাস্টাররোল ও বাস্তব মজুদের সাথে পার্থক্য থাকার কারণে খায়রুল ইসলামের ডিলারশীপ বাতিল করা হয়েছে। সে যে পরিমান চাল কালোবাজারে বিক্রি করেছে তার বর্তমান বাজার দরের দিগুন টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। খায়রুল ইসলাম উপজেলার আমতলী ইউনিয়নের ছোট দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply